কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩২৮ জন ও মহিলা সদস্য পদে ৮৭ জন প্রতিদ্বন্দিতায়
এস এম উমেদ আলী॥ আগামী ২৮ মে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রত্যাহার শেষে মোট ৪৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
চেয়ারম্যান পদে ৩৭ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩২৮ জন ও মহিলা সদস্য পদে ৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় রয়েছে।
১ নং রহিমপুর ঃ ইফতেখার আহমেদ বদরুল (আওয়ামীলীগ) ও সাজিম আহমেদ তরফদার (বিএনপি)।
২নং পতনঊষার ঃ ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু (আওয়ামীলীগ), অলি আহমদ খান (বিএনপি), জরিফ হোসেন জাহিদ (জাতীয় পার্টি), মাহমুদুর রহমান বাদশা (স্বতন্ত্র), বদরুজ্জামান চৌধুরী (স্বতন্ত্র), শেখ আসাদুজ্জামান চৌধুরী (স্বতন্ত্র) ও আজিজ চৌধুরী (স্বতন্ত্র)।
৩নং মুন্সীবাজার ঃ আব্দুল মোতালিব তরফদার (আওয়ামীলীগ), শফিকুর রহমান চৌধুরী (বিএনপি), মাজেদা কোরেশী (বিদ্রোহী আওয়ামীলীগ) ও রফিকুল হক (স্বতন্ত্র)।
৪নং শমশেরনগর ঃ জুয়েল আহমদ (আওয়ামীলীগ), আব্দুল মোহিত (বিএনপি), আব্দুল গফুর (বিদ্রোহী আওয়ামীলীগ), এনামুল হক শামীম (বিদ্রোহী বিএনপি), আহমদুর রহমান (বিদ্রোহী বিএনপি)।
৫নং কমলগঞ্জ সদর ঃ আব্দুল হান্নান (আওয়ামীলীগ), গোলাম কিবরিয়া শফি (বিএনপি), আব্দুল আজিজ (জাপা), সফিকুল ইসলাম সফি (স্বতন্ত্র) ও রহিম হোসেন (স্বতন্ত্র)।
৬নং আলীনগর ঃ ফজলুল হক বাদশা (আওয়ামীলীগ), এডভোকেট আব্দুল আহাদ (বিএনপি), আব্দুস সালাম ( জাপা) ও শাহীন মিয়া (স্বতন্ত্র)।
৭নং আদমপুর ঃ সাব্বির আহমদ ভূঁইয়া (আওয়ামীলীগ), হাজির বক্স (বিদ্রোহী আওয়ামীলীগ), আবদাল হোসেন (বিএনপি) ও আব্দুল হাই (স্বতন্ত্র)।
৮নং মাধবপুর ঃ আসিদ আলী (আওয়ামীলীগ), এম এম হারুনুর রশীদ (বিএনপি), পুষ্প কুমার কানু (বিএনপি বিদ্রাহী) ও কমলা বাবু সিংহ (স্বতন্ত্র)।
৯নং ইসলামপুর ঃ সুলেমান মিয়া (আওয়ামীলীগ) ও আব্দুল হান্নান (বিএনপি বিদ্রাহী)। উক্ত ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী সুন্দর আলী ১২ মে তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
মন্তব্য করুন