(ভিডিওসহ) কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৮ ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন
স্টাফ রিপোর্টার॥ বিপুল উৎসাহ উদ্দীপনা ও কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৮টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। এখন চলছে প্রত্যেকটি কেন্দ্র ভোট গননার কাজ।
৫ জানুয়ারি বুধবার পঞ্চম ধাপে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায়র ১৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৯ জন, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইন শৃংখলাবাহিনী তৎপরতা ছিল লক্ষ্যনীয়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, সকাল ৭টার দিকে হোসেন বকশ নামের এক যুবকে মাধবপুর ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী আসিদ আলীর সমর্থকরা মারধর করে মারাত্মক জখম করে। এ সময় তারা তাকে এটি খেলনার পিস্তল সহ পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশ তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে মাধবপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী পুষ্প কুমার কানু অভিযোগ করেছেন, আসিদ আলীর লোকজন তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট কানুন কুমার সিংহের আইডি কার্ড ছিনিয়ে নিয়ে গিয়েছে। আসিদ আলী তার ভোটারদের ভয়ভীতিসহ কেন্দ্র দখলের চেষ্টা করেন।
মন্তব্য করুন