কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় সরকারি হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের উল্লাস

August 13, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় (ডিগ্রি কলেজ) সরকারি হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস চলছে। একসাথে দেশের ২৭১টি কলেজ এর সাথে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়-কে সরকারি করায় সরকারের প্রতিশ্রুতি পূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি-কে ধন্যবাদ জানান অনেকেই। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় সরকারি হওয়ায় পুরো উপজেলার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। খুশির খবরে মিষ্টি বিতরণ হয়েছে বিভিন্ন জায়গায়।

কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা জানান, দীর্ঘ প্রতীক্ষিত এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলাম আমরা। কলেজটি সরকারি ঘোষণা করায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা খুবই আনন্দিত। সরকারিকরণের ঘোষণার পরপরই কলেজের ৩৫ জন শিক্ষকের মাঝে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। কলেজে শিক্ষক-শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com