কমলগঞ্জ দুর্ণীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণ
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ দূর্নীতি প্রতিরোধ কমিটির চার সদস্য উপজেলার দক্ষিণাঞ্চলীয় কলেজসহ আটটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণ করেন।
২২ জানুয়ারি রবিবার সকাল দশটা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণ করেন।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রসময় মেহান্তের নেতৃত্বে চার সদস্য প্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দূর্ণীতি দমন কমিশন (দুদক) পরিচালিত সততা সংঘের কার্যক্রম, দূর্ণীতি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনার জন্য উপজেলায় প্রথম পর্যায়ের এ পরিদর্শনে অংশ নেন। অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নীহার রঞ্জন দেব, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ও সদস্য আব্দুল হান্নান।
পরিদর্শণ প্রতিনিধি দলের প্রধান অধ্যক্ষ রসময় মোহান্ত বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র সমন্বয়ে পাঁচ সদস্যের সততা সংঘ রয়েছে। এ সংঘের মূল কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দূর্ণীতি প্রতিরোধে সচেতনতা সৃস্টি করা। পরিদর্শণকালে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও সততা সংঘের ছাত্র প্রতিনিধির সাথে আরোচনা হয়। পরিদর্শণকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়, তেঁতইগাঁও রসিদ উদ্দীন বহুমুখী উচ্চ বিদ্যালয়, এম এ ওহাব বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভান্ডারীগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়, পদ্মা মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়, মাধবপুর উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়।
মন্তব্য করুন