কমলগঞ্জ পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ ৫২ হাজার গ্রাহক
কমলগঞ্জ প্রতিনিধি॥ এক সপ্তাহে পল্লী বিদ্যুতের লুকোচুরি খেলায় অতিষ্ঠ হয়ে উঠছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অধীনস্থ বিদ্যুৎ গ্রাহকরা। ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারনে ফ্রিজ, কম্পিউটার ও টিভি বিকল হওয়ার অভিযোগ উঠেছে। প্রচন্ড খরতাপের মাঝে বিদ্যুৎ সঞ্চালনে অব্যবস্থাপনার কাছে অসহায়ত্ব বোধ করছেন গ্রাহকরা।
জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ পিডিবির গ্রডি লাইন ও কুলাউড়াস্থ পিডিবির গ্রীড লাইন থেকে পর্যায়ক্রমে কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করে কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সন্ধ্যার পর কুলাউড়া গ্রীড লাইন থেকে কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ করা হয়। পবিস কমলগঞ্জ জোনালের অধীন কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার একাংশ মিলিয়ে ৫২ হাজার বিদ্যুৎগ্রাহক রয়েছেন। এক সপ্তাহ ধরে বিদ্যুৎ সরবরাহে শুর” হয়েছে নানা ত্র”টি বিচ্যূতি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে ১০ থেকে ১২ বার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। একবার বিদ্যূৎ সরবরাহ বন্ধ হলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত বন্ধ থাকে। সন্ধ্যার পর কুলাউড়া গ্রীড লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হলে ভোর রাত পর্যন্ত কমপক্ষে ৬ থেকে সাতবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এভাবে চলে বিদ্যুতের লুকোচুরি খেলা। এতে ব্যবসায়ীসহ শিক্ষার্থীদের চরম ভোগান্তি হচ্ছে।
ফলে ইলেক্ট্রনিক্স সামগ্রী ফ্রিজ, কম্পিপটার ও টিভিতে দেখা দিয়েছে নানা ধরনের যান্ত্রিক ত্র”টি। ব্যবসায়ী ফটিকুল ইসলাম রাজু, কামর”ল হাসান মার”ফ, জয়নাল আবেদীন বলেন, ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসার কারণে তার কম্পিউটার বিকল হয়েছে। পতনউষারের কৃষক শেরওয়ান আলী বলেন, ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসায় চলন্ত অবস্থায় তার একটি টিভি বিকল হয়েছে। দু’জন স্কুল শিক্ষক বলেন, যেভাবে একন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে তাতে বিদ্যুৎ সেবা বলে মনে হয়না। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে পবিস অভিযোগ কেন্দ্রগুলোতে তথ্য জানতে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। তার উপর সন্ধ্যার পর ঘন ঘন বিদ্যূৎ যাওয়া আসায় স্কুল কলেজের শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশুনা বিঘিœত হচ্ছে।
পবিস কমলগঞ্জ জোনালের এজিএম (নিপর) গোলাম ফার”ক বলেন, পাহাড়ে ও কুলাউড়া গ্রিড লাইনে সমস্যা ও ঝড়ো বাতাসের কারনে সাময়িকভাবে কিছু ত্র”টি দেখা দিচ্ছে। তবে দ্র”ত কাজ করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
মন্তব্য করুন