কমিউনিটি নেতা হাসনাত এম হোসেইন’র রোগ মুক্তি কামনায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের দোয়া মাহফিল

December 16, 2024,

লন্ডন প্রতিনিধি॥ বিশিষ্ট শিক্ষাবীদ, কমিউনিটি নেতা ও গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন ড. হাসনাত এম হোসেইনের পরিপূর্ণ রোগ মুক্তি কামনা করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ ডিসেম্বর কার্ডিফ শাহজালাল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এ বি রুনেলসহ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।

এদিকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো-কনভেনার মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান ও সংগঠনের সাউথ ইষ্ট রিজিওনাল সিনিয়র যুগ্ম কনভেনার তাজুল ইসলাম রোববার ১৫ডিসেম্বর হাসপাতালে ড. হাসনাত হোসেন এমবিইকে দেখতে গিয়ে স্বাস্থ্যের খুঁজখবর নেন। এ সময় তিনি যারা তাঁর জন্য দোয়া করেছেন সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ডাক্তারদের কথা মতো তাঁকে আরো ও চার সপ্তাহ  হাসপাতালে থাকতে  হবে বলে জানান।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর মুঠোফোনে বিশিষ্ট শিক্ষাবীদ, কমিউনিটি নেতা ড. হাসনাত এম হোসেইন এমবিইর স্বাস্থ্যের খুঁজখবর নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com