কমিউনিটি নেতা হাসনাত এম হোসেইন’র রোগ মুক্তি কামনায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের দোয়া মাহফিল
লন্ডন প্রতিনিধি॥ বিশিষ্ট শিক্ষাবীদ, কমিউনিটি নেতা ও গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন ড. হাসনাত এম হোসেইনের পরিপূর্ণ রোগ মুক্তি কামনা করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ ডিসেম্বর কার্ডিফ শাহজালাল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এ বি রুনেলসহ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।
এদিকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো-কনভেনার মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান ও সংগঠনের সাউথ ইষ্ট রিজিওনাল সিনিয়র যুগ্ম কনভেনার তাজুল ইসলাম রোববার ১৫ডিসেম্বর হাসপাতালে ড. হাসনাত হোসেন এমবিইকে দেখতে গিয়ে স্বাস্থ্যের খুঁজখবর নেন। এ সময় তিনি যারা তাঁর জন্য দোয়া করেছেন সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ডাক্তারদের কথা মতো তাঁকে আরো ও চার সপ্তাহ হাসপাতালে থাকতে হবে বলে জানান।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর মুঠোফোনে বিশিষ্ট শিক্ষাবীদ, কমিউনিটি নেতা ড. হাসনাত এম হোসেইন এমবিইর স্বাস্থ্যের খুঁজখবর নেন।
মন্তব্য করুন