কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠে বিশ্ব বেতার দিবস পালিত

February 15, 2023,

পলিরানী দেবনাথ॥ “রেডিও এবং শান্তি” এই প্রতিপাদ্য নিয়ে রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম, মৌলভীবাজারের আয়োজনে বিশ্ব বেতার দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৩ ফেব্রুয়ারি রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসানের সঞ্চালনায় ও রেডিও পল্লীকণ্ঠের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।

প্রধান অতিথি  বলেন, রেডিও পল্লীকণ্ঠ প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে, করোনার সময় কাজ করতে গিয়ে কর্মীরা বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে তথ্য পৌঁছে দিয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধের সময় বাঙালী জাতির উদ্যোমী জাতিতে পরিণত হবার পেছনেও রয়েছে রেডিও অবদান।

সভাপতির বক্তব্যে সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু বলেন, মৌলভীবাজারবাসীর কল্যানে কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা অনস্বীকার্য। এছাড়াও ব্র্যাকের রেডিও পল্লীকণ্ঠ এই উদ্যোগটিকেও সাধুবাদ জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক মোঃ আল-আমীন, এ্যাকাউন্ট’স অফিসার রুমানা আক্তারসহ রেডিও পল্লীকণ্ঠের প্রযোজকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com