করোনার ২য় ঢেউ মোকাবেলায় পৌরসভার উদ্যেগে মাস্ক বিতরণ ও প্রচার-প্রচারণা

June 10, 2021,

স্টাফ রির্পোটার॥ সকলের মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নিয়মিত মাইকিং ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে মৌলভীবাজার পৌরসভা। করোনার ২য় ঢেউ সংক্রামন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম থেকেই পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর নেতৃত্বে সাহস ও উদ্যমের সাথে কাজ করে যাচ্ছেন পৌরসভার কর্মকতা কর্মচারী।
১০ জুন বৃহস্পতিবার বিকেলে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রামণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘করোনা ভাইরাসে আতঙ্ক নয় দরকার সচেতনতা ও সতর্কতা’ এই বিষয়ে শহরের চৌমুহনা এলাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ওই সময় চলাচলকারি পথচারিদের বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় কাউন্সিলার মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জালাল আহমদ, মোহাম্মদ নাহিদ হোসেন, ওয়ার্ডে আনিছুজ্জামান (বায়েছ), মহিলা কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিমি আক্তার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পৌর বিদ্যুৎ শাখার প্রকৌশলী রনধীর রায়, পানি শাখার প্রকৌশলী বিজয় দাশ, কর শাখার জিয়া উদ্দিন, লাইসেন্স শাখার নুরুজ্জামান, স্বাস্থ্য শাখার আলেয়া খানম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com