(ভিডিওসহ) করোনায় মারা যাওয়া গরিবের ডাক্তার ডাঃ নিরঞ্জন দেব স্মরণে শ্রীমঙ্গলে এতিম শিশুদের মধ্যে ফল ও দুধ বিতরণ
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া গরিবের ডাক্তার ডা: নিরঞ্জন দেব স্মরণে শ্রীমঙ্গল শিশু পরিবারে এতিম শিশুদের মধ্যে ফল ও দুধ বিতরণ করা হয়েছে।
৯ মে রবিবার দুপুরে তাদের পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল শিশু পরিবারের শিশুদের হাতে কমলা, আপেল, নাসপাতি, খেজুর, কলা ও দুধ তুলে দেন সাংবাদিক বিকুল চক্রবর্তী। এ সময় শিশুপরিবারের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। শনিবার সকাল থেকে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারেরে সুইনগর গ্রামে তার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পাদন হয়। ডা. নিরঞ্জন দেব দীর্ঘদিন বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের বিলাসছড়া চা বাগানের চিকিৎসক ছিলেন। অবসরকালে তিনি শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডে পুরবী ফার্মেসী পরিচালনা করতেন এবং সেখানে বসে রোগী দেখতেন। তিনি কখনও কোনও রোগীর কাছ থেকে চেয়ে ভিজিট নিতেন না। রোগীরাই সাধ্যমতো ভিজিট দিতো। এ জন্য তাকে অনেকে গরিবের ডাক্তার বলেও ডাকতেন।
মন্তব্য করুন