(ভিডিওসহ) করোনা ঠেকাতে মৌলভীবাজার প্রশাসনের উদ্যেগে জেলার ২০টি স্থানে মোবাইল কোর্ট, জরিমানা ৯৩ হাজার টাকা

November 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজার জেলা প্রশাসন জেলার ২০টি স্থানে একযোগে জনসচেতনা বৃদ্ধি লক্ষে ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাস্ক পরিধান না করায় ৩৯৩টি মামলায় ৯৩,৩৯০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়।
রোববার ২২ নভেম্বর দূপুরে শহরের কুসুমবাগ এলাকায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নেতৃত্বে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানে ও পথচারীদের মাস্ক পরিধান না করায় জরিমানা করা হয়। এসময় জেলা প্রশাসক করোনা মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আহবান করেন।
এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ।
জেলা শহর ও সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com