করোনা পরিস্থিতিতে বাংলা এইড সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার॥ দেশের ক্লান্তি লগ্নে মহামারী করোনা ভাইরাসের প্রভাবে পবিত্র শবে বরাতে মাজার মসজিদ ছিল লকডাইন, তাই মাজার, মসজিদে যেতে পারে নাই ভিক্ষুকরা সাহায্য নিতে। তাদের কথা চিন্তা করে এবং কর্মহীন শ্রমজীবী ও ক্ষুদ্র আয়ের মানুষের মাঝে বাংলা এইড সংগঠনের উদ্যোগে ৫’শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শনিবার ১১ এপ্রিল সকালে শহরের বেড়িরচড়ের গোলবাগ এলাকায় ভিক্ষুকদের খাদ্য সামগ্রী তুলে দেন বাংলা এইড সংগঠনের মৌলভীবাজার চিপ কোওডিনেটর সুমন পিপ্স,ও এলাকার সমাজসেবক দেলওয়ার হোসেন,খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তৈল, আটা, সাবান, আলু।
পরে বাংলা এইড সংগঠনের সদস্যরা মিলে খাদ্য সামগ্রী নিয়ে মৌলভীবাজার শহরের ধরকাপন,পশ্চিমবাজার, চৌমুহনা, কাজিরগাঁও সহ বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে এবং সড়কে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সমগ্রী বিতরণে ছিলেন বাংলা এইড সংগঠনের সৈয়দ সমিক চৌধুরী, সাহান হোসাইন হেলাল,হাবিবুর রহমান মাহি প্রমুখ।
এ সময় তারা বলেন করোনা ভাইরাসের প্রতিরোধের কারণে নিম্ন আয়ের অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তা ছাড়া পবিত্র শবে বরাতে মসজিদ মাজারের সামনে ভিক্ষুকদের অনেকে দান করতেন, এবার তাও হলোনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যার যার সমর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে। আমরা আশা করবো যারা সমাজে বিত্তবান আছেন, সকলেই সমর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবে।
মন্তব্য করুন