(ভিডিওসহ) করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী : পুলিশ সুপার জাকারিয়া

April 4, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেছেন, মাস্ক ছাড়া ঘর থেকে বের হলেই আইনানুক ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমনের হার সারা দেশের তুলনায় অনেক বেশি রয়েছে। এখন থেকে সবাই সচেতন না হলে করোনা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। তাই ঘর থেকে বের হওয়ার সময় বাধ্যতামূলক মাস্ক নিয়ে বের হতে হবে। করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী।
রোববার ৪ এপ্রিল বিকেলে শহরের পশ্চিমবাজার পুলিশ বক্স প্রাঙ্গনে মৌলভীবাজার মডেল থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে পুলিশ সুপার তিনি এসব কথা বলেন। এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে মডেল থানার ওসি (অপারেশন) বদিউজ্জাম্মান এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। মডেল থানার ওসি (তদন্ত) গোলাম মরতুজা সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com