(ভিডিও সহ) কলেজ ছাত্রী শাম্মীর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

May 22, 2017,

স্টাফ রিপোর্টার॥ রাজনগরে নিহত কলেজ ছাত্রী শাম্মীর হত্যাকারীসহ সকল ঘাতক ধর্ষক ও নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
২২ মে সোমবার  দুপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে শহরের চৌমোহনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শাম্মী আক্তারের মা নাছিমা বেগম ও বাবা হারুন মিয়া। সংগঠনের সহ সভাপতি রনি পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাজুর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন শাম্মী বেগমের মা নাছিমা বেগম, সিপিবির জেলা কমিটির সদস্য রমাপদ ভট্টাচার্য যাদু, উদীচীর সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কামরুল হাসান মিজু, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি সুবিনয় শুভ, জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক মনশ্রী জুঁই, দপ্তর সম্পাদক সুমন কান্তি দাশ,  প্রচার ও প্রকাশনা সম্পাদক কনক দেবনাথ, শাম্মীর সহপাঠী মনিষা ওয়াহিদ।


এসময় শাম্মীর মা নাছিমা বেগম বলেন ’নিজের বাড়িতেও যে একটি মেয়ে নিরাপদ নয় সেটি আজ বুঝতে পেরেছি। আমার মেয়ের মতো যাতে আর কেউ নিষ্টুরতার শিকার না হয় এই জন্য আমি অপরাধীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি চাই।’ তিনি দাবি করেন তার মেয়েকে ধর্ষনের পর নির্মমভাবে হত্যা করেছে ঘাতকরা।
রাজনগর উপজেলার টেংরা বাজার ইউনিয়নের কাছাড়ী করিমপুর গ্রামের হারুন মিয়ার মেয়ে শাম্মী বেগম গত ১৮ মে রাতে ঘরের বাইরের শৌচাগারে যান।
১৯ মে বাড়ির পাশ থেকে শাম্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শাম্মি তারাপাশা উচ্চ বিদ্যাল ও কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্রী।
এই ঘটনায় শাম্মীর পিতা হারুন মিয়া বাদী হয়ে অজ্ঞাত চারজনসহ আটজনকে আসামী করে মৌলভীবাজারের রাজনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com