কল্লোল দেব কর্তৃক কুরুচিপূর্ণ কমেন্টের জের ধরে বিক্ষোভ, থানা হেফাজতে যুবক
এহসান বিন মুজাহির : চট্টগ্রামে ইসকন সদস্য কর্তৃক জবাই করে হত্যা করা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ-কে নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ‘কুরুচিপূর্ণ ভাষায় একটি পোস্ট’ এর কমেন্টকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক অবরোধ করে সাধারণ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার ২৮ নভেম্বর সন্ধা থেকেই সাধারণ ছাত্র-জনতারা কল্লোলকে গ্রেফতার করে শাস্তির দাবিতে শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থান নেন। সময় বাড়ার সাথে সাথে বিক্ষোভে ধর্মপ্রাণ তাওহিদি জনতাদের ভিড়ও বাড়তে থাকে। এক পর্যায়ে শহরের প্রধান সড়ক চৌমুহনা দখল করে নেন বিক্ষোভকারীরা।
এসময় বিক্ষোভে অংশ নেয়া অংশগ্রহণকারী ছাত্রজনতা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ জানান। তারা ‘ ইসকন সদস্য কল্লোলকে গ্রেফতার করো করতে হবে, ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’, ভারতীয় আগ্রাসন রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’—এসকল স্লোগানে দেন।
এসময় বিক্ষোভ-অবরোধে দূরপাল্লার যানবাহনসহ হাজার হাজার যাত্রী প্রায় ঘন্টাখানেক আটকা পড়েন ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকে।
পরে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম চৌমুহনা চত্বরে এসে বিক্ষোভকারীদের জানান, আপনাদের দাবি মানা হয়েছে, কল্লোলকে ধরে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে থানায় আলোচনায় আসার আহবান করলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
পরে বিক্ষোভকারীদের পক্ষে কয়েকজন প্রতিনিধি শ্রীমঙ্গল থানায় এসে এক বৈঠকে মিলিত হন। এসময় থানা হেফাজতে থাকা অভিযুক্ত কল্লোল দেব উত্তেজিত জনতার নিকট চট্টগ্রামে নিহত আইনজীবী ও মুসলিমদের সম্পর্কে তার কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় পরিস্থিতি শান্ত হয়।
বিক্ষোভকারীরা জানান, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ শহীদ আখ্যায়িত করে একজনের ফেসবুক পোস্টে দেব কল্লোল নামে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন এলাকার বাসিন্দা ইসকন সদস্য গতকাল কুরুচিপূর্ণ ভাষায় কমেন্ট করেন। কমেন্টে লেখেন, ‘খুব ভালো হইছে গরুর মরতে গেছে তাই মরে গেছে, দেখি কতটা ছিঁড়তে পারো ইসকনের?
বিক্ষোভকারীরা জানান, কল্লোলে ক্ষমা চাইলেই হবে না, তাকে এবং যারা উস্কানীমূলক পোস্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই উগ্রবাদী কার্যক্রম বা ষড়যন্ত্রের জন্য স্থান দেওয়া যাবে না বলেও হুশিয়ারী দেন তারা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, ফেসবুকের একটি পোস্ট-কে কেন্দ্র করে উত্তেজিত জনতা বিক্ষোভ করেন। তাদের দাবি ছিল নিহত আইনজীবী আলিফকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করা কল্লোলকে আটক করা। আমরা দ্রুততম সময়ের মধ্যে কল্লোলকে আটক করেছি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযুক্ত কল্লোল থানায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রজনতার প্রতিনিধিদের উপস্থিতিতে তার পোস্টের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে এরকম ভুল করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছে।
ওসি আমিনুল ইসলাম বলেন, ক্ষমা চাওয়া তার ব্যাপার, আমরা তাকে থানা হেফাজতে রেখেছি। এ বিষয়ে আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
মন্তব্য করুন