কাউকে পেছনে ফেলে নয় প্রান্তিক ও বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সুরক্ষা শ্রীমঙ্গলে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব

November 21, 2018,

সাইফুল ইসলাম॥ কাউকে পেছনে ফেলে নয় প্রান্তিক ও বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সুরক্ষা বিষয়ক দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকের পক্ষে ফিলিপ গাইন এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারটি প্রতিষ্ঠান―সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড),পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এবং গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) যৌথভাবে ইউরোপীয় ইউনিয়ন এবং ইকো কোঅপারেশনের আর্থিক সহায়তায় সাড়ে তিন বছরের একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

বাংলাদেশের প্রান্তিক ও বিচ্ছিন্ন জনগোষ্ঠীসমূহ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেগুলো সবার সামনে নিয়ে আসাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

এ প্রকল্পের অংশ হিসেবে আগামীকাল ২২-২৩ নভেম্বর (বৃহস্পতি-শুক্রবার) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্র্যাক লার্নিং সেন্টার-এ দুই দিনব্যাপী একটি সম্মেলন ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক উৎসব পর্বটি অনুষ্ঠিত হবে পৌরসভার মহসিন অডিটরিয়ামে।

অনুষ্ঠানে যা থাকছে, ২২ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হবে অংশ গ্রহণকারীদের নিবন্ধন ও অতিথিদের বরণ এবং সকাল সাড়ে ১০টার সম্মেলনের উদ্বোধন হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন বিশিষ্ট শ্রমিক নেতা, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, অর্থনীতিবিদ, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন (বিটিএ)-এর প্রতিনিধি এবং লেখক। বিভিন্ন প্রান্তিক ও বিচ্ছিন্ন জনগোষ্ঠী, সুশীল সমাজ, সামাজিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সংস্থা, মানবাধিকার সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমের প্রতিনিধিরা এ সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com