কাউয়াদীঘি হাওর এলাকায় ব*জ্র*পাতে এক কৃষকের মৃ*ত্যু
April 22, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর এলাকায় বজ্রপাতে মিলাদ মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ এপ্রিল সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাউয়াদীঘি হাওরের পাগুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলাদ মিয়া একই এলাকার তাজুদ মিয়ার ছেলে। তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, মিলাদ মিয়া সহ তার বাবা ও প্রতিবেশী কয়েকজন একসাথে বোরো ধান কাটছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বৃষ্টির সাথে বিকট আওয়াজ হয়, এরপর মিলাদ মিয়া ঢলে পড়েন। সাথে থাকা লোকজন তাৎক্ষণিক উদ্বার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন