কাউয়াদিঘি হাওরে বোরো ধান কাটার উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার রাজনগর উপজেলার সুনাটিকি গ্রামে কাউয়াদিঘি হাওর এলাকায় বোরো ধান কাটা শুরু হয়েছে।
৭ এপ্রিল বুধবার দূপুরে কাস্তে হাতে ধান কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায় ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম।
জেলা কৃষি সম্প্রসাারণ অধিদফতরের সুত্রে জানা যায় জেলায় এবার বোরো ধানের আবাদ হয়েছে ৫৬ হাজার ৩শ ৪৫ হেক্টর। এতে ২ লাখ ১৭ হাজার মেট্রিকটন চাল উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, করোনাকালে হাওরাঞ্চলের কৃষকরা যাতে সময়মতো ধান ঘরে তুলতে পারেন তার জন্য প্রশাসন পাশে থাকবে বলে আশ্বাস দেন এবং কৃষকরা যাতে ধানের ন্যায্য দাম পায় তার জন্য সঠিক তদারকি করা হবে।
মন্তব্য করুন