কাউয়াদীঘি হাওরে নৌকা ডুবে নিখোঁজ-১

August 19, 2017,

হোসাইন আহমদ॥ রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরে নৌকা ডুবিতে মনির মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মূমুর্ষ অবস্থায় সাবেক ইউপি সদস্য সুন্দর মিয়া (৫০) কে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ রিপোর্ট লেখা পড়া পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।
১৬ আগষ্ট বৃহস্পতিবার গভীর রাতে কাউয়াদীঘি হাওরে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,  রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ধুলিজুড়া গ্রামের মনির মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য সুন্দর মিয়া (৫০) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মনির মিয়া (৬০) বৃহস্পতিবার গভীর রাতে মাছ ধরার জাল পাতার জন্য কাউয়াদীঘি হাওরের শালকাটুয়া এলাকায় যান। রাত দেড়টার দিকে হাওরে ঝড় শুরু হলে তারা হাওর পারের শাহবাজপুর গ্রামে নৌকা ভিড়ানোর জন্য এগিয়ে যান। এর একটু পরেই বাতাসের তুড়ে তাদের নৌকা ডুবে যায়। এতে মনির মিয়া হাওরের পানিতে তলিয়ে যান। এদিকে সুন্দর মিয়া কোন মতে সাতরে হাওরের কান্দি এলাকায় তার চিৎকারে ওই এলাকায় থাকা বাঘের বাড়ি গ্রামের মখদ্দুছ মিয়া তাকে উদ্ধার করে পার্শ¦বর্তী শাহবাজপুর গ্রামে নিয়ে যান। পরদিন সকালে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামছুন নূর আহমদ আজাদ বলেন, কাউয়াদীঘি হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে একজন নিখোঁজ রয়েছে এবং সুন্দর মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com