কাউয়া দিঘি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইছ ॥ হাজার হাজার দর্শনার্থীর ভীড়

August 1, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগীতা।
৩১ জুলাই রবিবার বিকেল কাউয়াদিঘি হাওরের দক্ষিন পাড়ে কান্দির পাড় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত হয় এ নৌকা বাইছ/দৌড়।

moulvibazar-nowka-baice.picপ্রতিযোগীতায় অংশনেন আমিরপুর গ্রামের কয়ছর মিয়ার নৌকা, হুলুআইল গ্রামের কুতুব লন্ডনীর নৌকাসহ স্থানীয় আরো কয়েকটি নৌকা। প্রতিযোগীতা ৩ রাউন্ড বাইছ শেষে দুটি নৌকাকে প্রথম ও ২য় ঘোষনা করে পুরস্কার দেয়া হয়। প্রথম হয় হুলুআইল গ্রামের কুতুব লন্ডনীর নৌকা ও ২য় হয় আমিরপুর গ্রামের কয়ছর মিয়ার নৌকা। দৌড় প্রতিযোগীতা শেষে হাওরের মধ্যেই বিজয়ী নৌকার দৌড়ালদের হাতে টেলিভিশন ও একটি টেবিল ফেন তুলে দেন অতিথিরা।

33 এ সময় উপস্থিত ছিলেন, আয়োজক কমিটিরি সুলেমান মিয়া, ইছহাক মিয়া, আরমান খান, মোস্তফা মিয়া, বিজয়ী নৌকার মালিক মো. কুতুব মিয়া, ইউপি সদস্য গোপেন্দ্র সরকার, ইউপি সদস্য অমর দাশ, প্রবীণ সাংবাদিক সারোয়ার আহমদ, সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক সৈয়দ বয়তুল আলী, শিমুল তরফদার ও কাউছার আহমদ রিয়ন প্রমূখ।
প্রতিযোগীতা উপভোগ করতে কাউয়াদিঘীর পূর্ব, পশ্চিম ও দক্ষিন পাড়ের কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিলেন হাওরের থৈ থৈ জলাশয়ে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com