কানাডায় নিজ জন্মস্থান কুলাউড়াকে তুলে ধরতে প্রবাসী মুন্নার ব্যতিক্রমী উদ্যোগ

November 12, 2024,

বিশেষ প্রতিনিধি : শহরের নাম আর সংখ্যার মাঝে একটা বাংলা বর্ণ জুড়ে দেয়া হয় গাড়ির নম্বর প্লেটে। এই বর্ণ দিয়ে ঠিক কী বুঝানো হয়, তা কি কখনো ভেবে দেখেছেন? তেমনিভাবে কানাডার ডেনফোর্থে তরুণ প্রবাসী সারোয়ার হোসেন চৌধুরী মুন্না সম্প্রতি একটি গাড়ি ক্রয় করেন এবং নিজের শখের ওই গাড়িতে কানাডার কোন নাম্বার প্লেট ব্যবহার না করে নিজ জন্মস্থান কুলাউড়াকে ভালোবেসে সেই নামটি গাড়িতে সংযুক্ত করেছেন। নিজ জন্মমাটি বাংলাদেশের কুলাউড়া উপজেলাকে কানাডার মতো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশে তুলে ধরতে এবং কুলাউড়া নামটি ছড়িয়ে দিতে নিজের পরিশ্রম করা অর্থ দিয়ে কানাডা সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে নিজ উপজেলা “কুলাউড়া” নামটি গাড়ির নাম্বার প্লেটটি প্রতিস্থাপন করেন। এতে তার প্রশংসা করছেন কানাডার ডেনফোর্থে বসবাসরত কুলাউড়ার প্রবাসীরা। এখন থেকে কানাডার ডেনফোর্থসহ বিভিন্ন শহরে দেখা মিলবে কুলাউড়া লেখা নাম্বার প্লেটের গাড়ি।
কানাডার ডেনফোর্থে বসবাসরত প্রবাসী তরুণ সংগঠক তানিম ইকবাল চৌধুরী জানান, কানাডার মতো উন্নত রাষ্ট্রে নিজ জন্মমাটি কুলাউড়াকে ভালোবেসে আমার বন্ধু প্রবাসী মুন্না প্রায় ৩ লক্ষ টাকা কানাডা সরকারকে প্রদান করলে তার গাড়ির প্লেটে কুলাউড়া নামটি যুক্ত করা হয়েছে। এতে কানাডায় কুলাউড়ার সকল প্রবাসী ভাই-বোনদের প্রশংসায় সিক্ত হচ্ছেন মুন্না। প্রতিদিন তার গাড়িতে অনেকে সেলফি ছবিও তুলছেন।
উল্লেখ্য, সারোয়ার হোসেন চৌধুরী মুন্না কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার এলাকার বাসিন্দা আব্দুস শহিদ চৌধুরীর ছেলে। প্রায় বছর দেড়েক আগে মুন্না উন্নত জীবনের আশায় কানাডায় পাড়ি জমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com