কানাডা আওয়ামীলীগের সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

September 21, 2016,

মকিস মনসুর: কানাডা সফরকালে ১৭ই সেপ্টেম্বর  শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে ও আনন্দঘন পরিবেশে কানাডা আওয়ামীলীগের উদ্দোগে সেন্টার মন্ট রয়েলে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগ কানাডা শাখার সভাপতি ও দৈনিক মৌলভীবাজারের চেয়ারম্যান কমিউনিটি লিডার জি এম  মাহমুদ মিয়ার সভাপতিত্বে ও  কানাডা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক এবং আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সহ প্রমুখ নেতৃবৃন্দ।  অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রবাসীদের পক্ষ  থেকে ক্রেস্ট  প্রদানও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনী অভিযুক্ত অপরাধীদের প্রত্যার্পণের ব্যাপারে জনমত তৈরির জন্য কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, কিভাবে একটি সভ্য দেশ অভিযুক্ত খুনীকে আশ্রয় দিতে পারে।তিনি বলেন, আমি আপনাদের সামনে এই দাবি রেখে যাচ্ছি, যে দেশে আপনারা বসবাস করছেন, সেই দেশের জনপ্রতিনিধিদের চিঠি লিখুন এবং এই চেতনাজাগ্রত করুন কেন এসব দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমামনের হত্যাকারীদের আশ্রয় দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারকে বলেছে, কেন তারা খুনীদের লালন করছে এবং আশ্রয় দিচ্ছে।তিনি বলেন, তারা বলেছে কানাডার সংবিধানে উল্লেখ আছে কোন ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ থাকলে তাকে তার দেশে ফেরত পাঠাবে না, এটি কি ধরনের কথা বলে তিনি বিস্ময় প্রকাশ করেন।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে   প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেন, সরকার বাধার সম্মুখীন হয়েছে এবং স্বাধীনতা যুদ্ধকালে যারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে সেই ঘৃণ্য খুনীদের বিচার বন্ধের জন্য অনেক বড় জায়গা থেকে তিনি টেলিফোন পেয়েছেন।তিনি বলেন, আমি তাদের বলেছি যে, আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন এবং এখানে আমাদের দেশের আইন রয়েছে এবং আইন অনুযায়ী রায় কার্যকর হবে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com