কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন সিলেটের সিরাজ উদ্দিন শিরুল সহ ৫ কৃতিমান লেখক

July 15, 2024,

সালেহ আহমদ (লিপক): ছোটদের পত্রিকা কানামাছি’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ জুলাই শনিবার বিকেল ৪টায় ঢাকাস্থ রাবেয়া খাতুন ফাউন্ডেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার কৃতিমান লেখকদের হাতে তুলে দেওয়া হবে।

কানামাছি’র এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞ বিচারকমণ্ডলীর বিবেচনায় এ বছর কানামাছি আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আহমেদ জসিম। এছাড়া কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন ছড়া-কবিতায় যৌথভাবে মানিক চক্রবর্তী ও সিরাজ উদ্দিন শিরুল, গল্পে যৌথভাবে আলমগীর খোরশেদ ও জাকির হোসেন কামাল এবং ফিচার/গদ্যে পলি রহমান।

প্রতিভা প্রকাশ এর কর্ণধার ও ছোটদের পত্রিকা কানামাছি’র সম্পাদক কবি মঈন মুরসালিন জানান, অনুষ্ঠানে অতিথি হিসেবে কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক রহীম শাহ, শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন প্রমুখ উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com