(ভিডিও সহ) কাবাডি টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় জেপিজিম ফাইটার কাবাডি দল বিজয়ী
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের মাইজপাড়া গ্রামে বর্ষিজোড়া মাইজপাড়া একতা যুব সংঘ এর উদ্যোগে কাবাডি টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
৬ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় মাইজপাড়া জামে মসজিদ সংলগ্ন মাটে কাবাডি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ ওয়াহিদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ রাজু আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাহ জালাল,বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারন
সম্পাদক মিছবাউর রহমান, মোঃ জিল্লুর রহমান, সাবেক ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা। দেশী বিদেশী কাবাডি খেলোয়াদের নিয়ে ফাইনাল খেলায় অংশগ্রহন করেন গনি টাইগার কাবাডি দল সরকার বাজার বনাম জেপিজিম ফাইটার কাবাডি দল মাইজপাড়া।
৬০ মিনিটের খেলায় গনি টাইগার কাবাডি দল সরকার বাজার ১০ পয়েন্ট ও জে পি জিম ফাইটার কাবাডি দল মাইজপাড়া ১২ পয়েন্ট। ২পয়েন্ট বেশি নিয়ে জে পি জিম ফাইটার কাবাডি দল বিজয়ী হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাহ জালাল বিজয়ীদের প্রথম পুরস্কার একটি মটরসাইকেল ও রার্নাসআপদের ২য় পুরস্কার একটি এলিডি টিভি তুলে দেন। গত ১মার্চ ২০১৮তে ৪০টি দল নিয়ে বর্ষিজোড়া মাইজপাড়া একতা যুব সংঘ এর উদ্যোগে কাবাডি টুর্নামেন্ট অনুষ্টিত হয়।
মন্তব্য করুন