কার্ডিফে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

February 17, 2020,

নাজমুল সুমন: বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে  যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট তথা শহীদ মিনার কমিটির পক্ষ থেকে দুদিন ব্যাপী  বিভিন্ন কমসূচী হাতে নেওয়া হয়েছে।

বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট তথা শহীদ মিনার কমিটির অনুষ্ঠিত এক সভার সীদ্ধান্ত অনুযায়ী ২০ ফেব্রæয়ারি বৃহস্পতিবার রাত ১১ ঘটিকায় গ্রেঞ্জমোর পাক এর  শহীদ মিনারে জমায়েত  ১২ টা ১ মিনিটে প্রভাতফেরি সহকারে বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে  নব- নির্মিত শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন ও ২১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৯ ঘটিকায়  আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ অনুষ্ঠানমালা। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে সবাইকে  উপস্থিত থাকার দাওয়াত সহ  বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট তথা শহীদ মিনার কমিটির সেক্রেটারি  সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সবাইকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com