কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট প্রজেক্ট কমিটির গ্রেইঞ্জমোর পার্ক পরিদর্শন
মকিস মনসুর॥ গণতন্ত্রের মাতৃভৃমি নামে খ্যাত মাল্টি কালচারাল ও মাল্টি ন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের বে -এলাকার ঐতিহ্যবাহী গ্রেইঞ্জমোর পাকে এখানকার বেড়ে উঠা নব প্রজন্মের সন্তানদের সামনে আমাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য,সাফল্য সম্ভাবনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সহ বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে বৃটেনের ওয়েলসের সকল প্রবাসীদেরকে একটি প্লাটফর্মে নিয়ে আসার মানসে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহতি উদ্যোগকে বাস্তবায়ন করার লক্ষে দীঘদিন ধরে প্রজেক্ট কমিটি নিরলসভাবে আন্তরিকতার সাথে কাজ করে আসছে।
২১শে ফেব্রুয়ারি ২৪ জানুয়ারী মঙ্গলবার চ্যারিটি সংগঠন নেইড ও প্রজেক্ট কমিটি উইথ পাটনারশীপ হিসাবে সিটি হলে অনুষ্ঠিতব্য মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং মনুমেন্টের জন্য ফান্ড রেইজিং, ডিনারপার্টিকে সফল করার লক্ষে একটি ডকুমেন্টারী করার জন্য ২৬ জানুয়ারী কার্ডিফে প্রস্তাবিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট নির্মাণের স্থান গ্রেইঞ্জমোর পার্ক সাবেক লর্ড মেয়র কাউন্সিলার দিলওয়ার আলী সহ প্রজেক্ট কমিটির সদস্যবৃন্দ পরিদর্শন করেছেন।
এদিকে প্রজেক্ট কমিটির কনভেনার নেইডের চীফ এক্সিকিউটিভ আলহাজ্ব আনোয়ার আলী ও কমিটির জয়েন্ট কনভেনার সাবেক কাউন্সিলার মোহাম্মদ সেরুল ইসলাম, সেক্রেটারি, ট্রেজারারসহ সকল সদস্যবৃন্দ আগামী ২১শে ফেব্রুয়ারীর সিটি হলের অনুষ্ঠানে উপস্থিত হতে বৃটেনবাসীর প্রতি আবেদন জানান এবং কাডিফের ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে নিধারিত ফি দিয়ে ফাউন্ডার মেম্বার-৫০০০ পাউন্ড, লাইফ মেম্বার-১০০০ পাউন্ড, জেনারেল মেম্বার- ৫০০ পাউন্ড ও ১০০ পাউন্ড দিয়ে টিকেট বুকিং করে ফ্রেন্ডস অফ মনুমেন্টে নাম লেখানো সহ সার্বিক সহযোগিতা করে ঐতিহাসিক এই প্রজেক্ট নির্মাণে গর্বিত অংশীদার হওয়ার আহবান জানান।
মন্তব্য করুন