কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার নিমান কাজ সম্পন্ন
বদরুল মনসুর: বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট তথা শহীদ মিনার কমিটির পক্ষ থেকে এক সাধারন সভা অতিসম্প্রতি কার্ডিফের হ্যাভ কমিউনিটি সেন্টারে কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সভাপতি কমিউনিটি লিডার এম আনোয়ার আলীর সভাপতিত্তে এবং কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় সম্মানিত ট্রাষ্টি. লাইফ মেম্বার. মেম্বার ও ফ্রেন্ডস অব মনুমেন্টবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্তিতে সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলাওর আলী. মনুমেন্ট তথা শহীদ মিনার কমিটির ডেপুটি চেয়ার সাবেক কাউন্সিলার মোহাম্মদ সেরুল ইসলাম. শহীদ মিনার কমিটির ট্রেজারার আনহার মিয়া. নিউপোট আওয়ামী লীগের সভাপতি মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ.ওয়েলস বিসিএর প্রেসিডেন্ট ও মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি আব্দুল লতিফ কয়সর.ওয়েলস বিসিএর সাবেক ট্রেজারার মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি মোহাম্মদ মুজিব.
মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি আলহাজ্ব আসাদ মিয়া. মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি শামীম আহমদ.মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি আব্দুস সালাম বুলবুল. মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি শফিক মিয়া মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি সাইফুল আলম.
মনুমেন্টের লাইফ মেম্বারদের মধ্যে আলহাজ্ব সিরাজ আলী আব্দুর রহমান মনা. ফজলু মিয়া. সেলিম আহমদ. মুহিবুর রহমান.শাহ শাফি কাদির. আবুল কালাম মুমিন. নুরুল আলম চুনু. মুজিবুর রহমান. আব্দুর রুউফ তালুকদার. মাহমুদ হোসেন.ও আব্দুল মুত্তালিব সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভার শুরুতেই ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সভাপতি আনোয়ার আলীর সূচনা বক্তব্যের পর আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মোহাম্মদ আনহার মিয়া.ও বার্ষিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর.উক্ত সভায় বিগত দিনের আয় ও ব্যয়ের হিসাব এবং বাষিক রিপোর্ট এর ওপর ব্যাপক আলাপ আলোচনার পর সবার সম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। সভা থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কার্ডিফ কাউন্টি কাউন্সিল. বাংলাদেশ হাইকমিশন সহ যাদের অর্থায়নে ও সহযোগিতায় মনুমেন্ট তথা শহীদ মিনার নির্মান করা সম্ভব হয়েছে সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে.।এখানে উল্লেখ্য যে দীর্ঘ ১৩ বছরের অক্লান্ত পরিস্রমে ও কমিউনিটির প্রচেষ্টায় বৃটেনের ওয়েলসের ইতিহাসে কার্ডিফ শহরের এই প্রথম শহীদ মিনার প্রতিষ্ঠা করে নব ইতিহাসের সূচনা করেছে।নব নিমিত এই শহীদ মিনার উদ্বোধনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনক্ষণের জন্য ওয়েলসবাসী অতি আগ্রহে অপেক্ষায় রয়েছেন বলে বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট তথা শহীদ মিনার কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর জানিয়েছেন।
মন্তব্য করুন