কালনী ট্রেনে ডাকাতি হওয়ায় যাত্রীর মালামাল উদ্ধার

November 1, 2016,

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, প্রদীপ দাশ আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে লাকসাম রেলওয়ে থানায় রজু হওয়া এক সেনা সদস্য হত্যা মামলারও আসামি। ওই হত্যা মামলায় সিরাজুল ইসলাম বাবুল নামে অপর এক ডাকাত লাকসাম রেলওয়ে থানা গ্রেফতার করে। সে পরবর্তীতে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ওই মামলায় প্রদীপ জড়িত বলে স্বীকার করে ।
সিলেট আখাউড়া রেলপথে আন্তঃনগর কালনী ট্রেন ডাকাতির ঘটনায় আন্তঃজেলার ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করে শ্রীমঙ্গল জিআরপি পুলিশ।
গেল ২৪ অক্টোবর রাতে সিলেটগামী আন্তঃনগর কালনী ট্রেনে ডাকাতির ঘটনায় প্রদীপ দাশ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
একইসঙ্গে ওই ডাকাতের কাছ থেকে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছোড়া ও লুণ্ঠিত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রদীপ ৩০ অক্টোবর রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব দেব এর আদালতে ওই ঘটনায় জড়িত থাকার ঘটনা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। সে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মশাখালি গ্রামের কালি দাশের ছেলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com