কালবৈশাখী ঝড় ॥ সহস্রাধিক বাড়িঘর বিদ্ধস্ত ॥ নিহত এক

April 29, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় কাল বৈশাখী ঝড়ে বিদ্ধস্ত হয়েছে সহস্রাধিক বাড়িঘর। ঝড়ের সময় আতংকিত হয়ে মারা গেছেন একজন।
২৯ এপ্রিল শনিবার ভোর রাতে ও শুক্রবার সন্ধা রাতে দুই দফা কাল বৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর, ইসলাম পুর ও  আদমপুর ইউনিয়নে প্রায় সহস্রাধিক বাড়ি ঘরের টিন উড়ে গিয়ে ও চালের উপর গাছ পড়ে মারাত্মক ক্ষতির সাধিত হয়েছে। খোলা আকাশের নিচে রয়েছে অন্তত অর্ধশত পরিবার। দুই উপজেলায় হাজার হাজার গাছ পড়ে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। ১০ থেকে ১২টা বিদ্যুতের খুঁটি পড়ে ও ভেঙ্গে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগও। এ সময় গাছ পড়ার শব্দে স্টোক করে ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাহেরা বিবি নামে এক মহিলা মারা গেছেন।
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগস্থ এলাকা পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা আসাদুজামান, ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনাল সিংহ ও মাধব পুর ই্উনিয়ন চেয়ারম্যান পুস্প কানু।
ক্ষতিগস্ত এলাকা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহীকর্মকর্তা জানান, ইতিমধ্যে কমলগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিশাল ক্ষতির বিষয়টি তিনি জেলা প্রশাসককে মৌকিখ ভাবে জানিয়েছেন। আপদত তিনি জন প্রতিনিধি, চা বাগান ম্যানেজার ও জনগনকে নিয়ে বিদ্ধস্ত গাছ গুলো সরানোর কাজ করছেন। খুব দ্রুত তাদের সহায়তারও আশ্বান দেন তিনি।
এ দিকে একই সময়ে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়ন ও কালাপুর ইউনিয়নের উপর দিয়েও বয়ে চলা কালবৈশাখী ঝড়ে ওই এলাকার ব্যাপক ক্ষতি সাধিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com