কালাপুর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের উদ্যোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় স্থানীয় সরকার খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে ৮ আগস্ট মঙ্গলবার শ্রীমঙ্গল ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান এর সভাপতিত্বে সনাকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রারম্ভিক বক্তব্যে সনাকের স্থানীয় সরকার খাতের তথা ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদ বিভিন্ন কর্মসূচির ব্যাখ্যা করেন সনাক সভাপতি জনাব সৈয়দ নেসার আহমদ । অতপর ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের মিটিং এর কার্যবিবরনী পঠন, ইউনিয়ন পরিষদের সকল স্ট্যান্ডিং কমিটি সচল করা প্রসঙ্গে, ইউনিয়ন পরিষদের তথ্য বোর্ড হালনাগাদ করা প্রসঙ্গে, ইউনিয়ন পরিষদ কর্তৃক ওর্য়াড সভা আয়োজন করা প্রসঙ্গে, ইউনিয়ন পরিষদের বার্ষিক রির্পোট প্রকাশনা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা এবং এই বিষয়গুলো সঠিক বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেয়া হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য জহর তরফদার, দ্বীপেন্দ্র ভট্টাচার্য, স্বজন সমন্বয়ক সৈয়দ ছায়েদ আহমদ, সদস্য এস.এ হামিদ, টিআইরিব এরিয়া ম্যানেজার জনাব পারভেজ কৈরী প্রমুখ। তাছাড়ও সনাক শ্রীমঙ্গল এর ইয়েস সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন। সনাকের পক্ষ থেকে পরিষদের বিভিন্ন কাজে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন