কিশোরী পুষ্টি বিষয়ক স্কুল ও কলেজ পর্যায়ে সচেতনতামুলক বৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন কর্মসুচি

May 18, 2016,

স্টাফ রিপোর্টার॥ স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর কর্র্তৃক ও বেসরকারী বাংলাদেশ ব্রেষ্টফিডিং ফাউন্ডেশন উদ্যোগে এবং জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) এর সহযোগিতায় কিশোরী পুষ্টি বিষয়ক স্কুল ও কলেজ পর্যায়ে সচেতনতামুলক বৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন কর্মসুচি ২০১৫-১৬ইং এর লক্ষ্যে সচেতনতামূলক সভা ১৮ মে বুধবার দৃপুরে শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আব্দুল মতিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। রিসোর্সপাসন ছিলেন বাংলাদেশ ব্রেষ্টফিডিং ফাউন্ডেশন এর সিলেট বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ সাকিব,প্রজেক্ট অফিসার খায়রুল ইসলাম। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান, শিক্ষক শাহনারা বেগম, আশরাফুল আলম শিপন, অপরাজিতা রায় প্রমুখ।এই কর্মসুচির আওতায় মৌলভীবাজার সদর উপজেলার৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের কিশোরী পুষ্টি বিষয়ক স্কুল ও কলেজ পর্যায়ে সচেতনতামুলক বৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন কর্মসুচি বাস্তবায়ন করছে। বিদ্যালয় গুলি হলো,আলী আমজদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়। পারে অতিথিরা কিশোরী পুষ্টি বিষয়ক স্কুল ও কলেজ পর্যায়ে সচেতনতামুলক বৃদ্ধিমূলক বিজয় ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com