(ভিডিওসহ) কুদালী ছড়ায় ২৪ কোটি টাকা ব্যায়ে স্থায়ী গাইড ওয়াল কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার কুদালী ছড়ার স্থায়ী গাইড ওয়াল ও ওয়ার্কওয়ে কাজের শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার ৮ নভেম্বর দুপুর সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে গাইড ওয়াল কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
উদ্বোধন শেষে মোনাজাত করেন, মৌলভীবাজার টাউন কামিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, পৌর কাউন্সিলর নাহিদ আহমদ, আসাদ হোসেন মক্কু, আনিছুজ্জামান বায়েছ, নারী কাউন্সিলর জিমি আক্তার, জাহানারা বেগম ও পৌর কর্মকর্তা।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, নজরদারিতে এ খাল পরিচ্ছন্ন ও নান্দনিক থাকবে সবসময়। মৌলভীবাজারের বাসিন্দা ও পর্যটকদের কাছে সময় কাটানোর একটা ভালো জায়গা তৈরি হবে এ স্থান।
২৪ কোটি টাকা ব্যায়ে স্থায়ী গাইড ওয়াল ও ওয়ার্কওয়ের কাজ শুরু হয়েছে। আসা করছি সময়ের মধ্যেই কাজ শেষ হবে।
উল্লেখ্য চলিত বছরের ১৯ ফেব্রুয়ারি কোদালি ছড়া খালের উন্নয়ন কাজের ভিত্তি ফলক উম্মোচন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন