কুলাউড়ায় অংকুর কিন্ডার গার্টেনের ৩৫বছর পূর্তি নানা আয়োজনে উদযাপিত

December 17, 2024,

মাহফুজ শাকিল : মৌলভীবাজারের কুলাউড়ায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান অংকুর কিন্ডার গার্টেন এন্ড চাইল্ড কেয়ার হোমস্ এর ৩৫বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপি নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে।

শনিবার ১৪ ডিসেম্বর বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠানের মধ্যে আনন্দ র‌্যালী, শিক্ষার্থীদের পূণর্মিলণী, আলোচনা সভা ও সাস্কৃতিক সন্ধা আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান।

কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্টানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যন মোঃ আবু সাদেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কুলউড়ার সভাপতি ড. মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলউড়ার সভাপতি মোঃ আব্দুছ ছালাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুলউড়ার সভাপতি মোহাম্মদ আব্দুল মুহাইমিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফখর উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ইউ এফ সি মেধা বৃত্তির পরিচালক প্রবাসী মোঃ জসিম উদ্দিন, শিক্ষা প্রতিষ্টানের অধ্যক্ষ আব্দুস সহীদ, ভাইস প্রিন্সিপাল রজত চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক সাংবাদিক তারেক হাসান, অভিভাবক জহিরুল ইসলাম জহির, প্রাক্তন শিক্ষার্থী শারমিন আক্তার শাম্মি প্রমুখ। শিক্ষা প্রতিষ্টানের সিনিয়র শিক্ষক নুপুর সিনহা, সহকারী শিক্ষক পার্থ কান্তি দাস।

আলোচনা অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন শিক্ষক মোঃ ফেরদৌসুর রহমান ও মোঃ দেলওয়ার হোসেন মাহের। সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবদের অংশগ্রহণে এক আনন্দ র‌্যালী কুলাউড়া শহর প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com