কুলাউড়ায় অবাধে কৃষি জমির মাটি কাটা, ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ভাটা মালিক
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঢুলিপাড়া এলাকায় কৃষি জমি থেকে অবাধে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে মেঘনা ব্রিকসের মালিক শাহাব উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ১১ মার্চ দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করে।
জানা গেছে, মেঘনা ব্রিকসের মালিক শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মেঘনা ব্রিকসের মতো এখনো অনেক ব্রিকফিল্ড মালিক রয়েছেন যারা প্রতিনিয়ত কৃষিজমির মাটি তাদের ইটভাটায় প্রস্তুত করে রাখছেন। তাদের বিরুদ্ধে অচিরেই প্রশাসন কর্তৃক অভিযান চালিয়ে জরিমানা করার দাবি কুলাউড়ার সচেতন মহলের।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা আইনত দ-নীয় অপরাধ। বর্তমান সময়ে দেখা যাচ্ছে কৃষি জমির মালিক তাদের জমির মাটি বিভিন্ন ইট ভাটা ও বাসাবাড়িতে অধিক মুনাফার লোভে জমি চুক্তি করে মাটি বিক্রির প্রবণতায় রয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে অভিযানে পাঁচ ইট ভাটার মালিকসহ বিভিন্নজনকে প্রায় ৯ লাখ টাকা জরিমানা করেছি। এই ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে সবসময় অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন