কুলাউড়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

March 9, 2025,

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত ইটভাটা বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে তিনটি ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার ৯ মার্চ দুপুরে উপজেলার লংলা ব্রিকস, এম এন এইচ ব্রিকস ও সোনালী ব্রিকসে এই অভিযান পরিচালনা চালানো হয়। এসময় ইটভাটাগুলোর স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া অন্যান্য ইটভাটার কাগজপত্র যাচাই করা হয়। অবৈধ অন্যান্য ইটভাটাগুলোতে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম। এসময় কুলাউড়া থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া রুপসী ব্রিকফিল্ডকে সাত দিনের মধ্যে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com