কুলাউড়ায় অর্ধ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

November 19, 2024,

মাহফুজ শাকিল : কুলাউড়ার ব্রাহ্মণবাজারে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে প্রায় অর্ধ শতাধিক অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার ১৯ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর প্রায় ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়। অভিযান শেষে উচ্ছেদকৃত জায়গা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি উচ্ছেদকৃত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে বলেন, বাজারের একটি নির্দিষ্ট জায়গা বের করে তাদেরকে পুনর্বাসন করে দেয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে ব্যস্ততম প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল করে প্রায় অর্ধ শতাধিক ব্যবসায়ী দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি সার্ভেয়ার দিয়ে সরকারি জায়গা চিহ্নিত করার পর ওইসব অবৈধ দোকান মালিকদের নোটিশ করে অবৈধ স্থাপনা সরানোর অনুরোধ করা হয়। অভিযানকালে অনেকে দোকানপাঠ সরিয়ে নিলেও যারা সরায়নি তাদেরকে উচ্ছেদ করা হয়। অভিযানে প্রায় অর্ধশতাধিক দোকানপাঠ অপসারণ করে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কুলাউড়া থানার এএসআই তোফায়েল আহমেদ ও আব্দুল মালেক এবং ব্রাহ্মণবাজার ইউপির তহশিলদার আব্দুল আলীম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com