কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৩  আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

November 10, 2024,

মাহফুজ শাকিল : কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাকারী এক ইউপি চেয়ারম্যানসহ ৩ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর রাতে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপছার এর নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন- জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব (৫০), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার লোকমান হোসেন (৫৫) এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লেবু (৪৯)।

পুলিশ জানায়, ৪ আগষ্ট কুলাউড়া শহরে দা লাঠিসোটা দিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালান আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের হামলায় অনেক শিক্ষাথী গুরুতর আহত হন। হামলায় প্রকাশ্য মহড়া দেন জয়চন্ডী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও  আওয়ামী লীগ নেতা আব্দুর রব মাহাবুবসহ তার সঙ্গীরা। পরে ৫ আগষ্টের পর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় কুলাউড়া থানায় দুইটি মামলায় ১০৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত দুটি মামলায় ১৫-১৬ জনকে আটক করা হয়েছে এবং মামলার আসামী হিসেবে রোববার ভোর রাতে মাহাবুব চেয়ারম্যানসহ তার ২ সহযোগীকে আটক করে পুলিশ।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com