কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান মালিকসহ গ্রেপ্তার ৪

December 15, 2024,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় এক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ১৪ ডিসেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. নূর মিয়া, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব মো. আব্দুল মুনিম সোহেল ও কুলাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। শনিবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com