কুলাউড়ায় ঈদ পূনর্মিলনীতে আসছেন জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান

March 30, 2025,

স্টাফ রিপোর্টার : আসছে পবিত্র ঈদুল ফিতরের পরেদিন মৌলভীবাজার জেলার  কুলাউড়া উপজেলার ডাকবাংলা মাঠে বিকেল ৩ টায় উপস্থিত থেকে সকলের সাথে ঈদের কোশল বিনিময় করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর কুলাউড়ার কৃতি সন্তান ডা: শফিকুর রহমান। এ খবর শুনে মৌলভীবাজার জেলাসহ কুলাউড়া-জুড়ী-বড়লেখায় নেতা-কর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তাদের  মুখে-মুখে এখন একটি কথা আমাদের ভাগ্য খুলেছে আমীরে জামায়াত কি সত্যিই আসছেন কুলাউড়ায় কখন দেখা হবে তিনির সাথে ?

এ ব্যাপারে জানতে চাইলে  মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের এম পি পদ প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মাও: আমিনুল ইসলাম সংগ্রামকে বলেন, আমরা ইতোপূর্বে নেতৃবৃন্দকে নিয়ে কুলাউড়ার ডাক বাংলো মাঠ পরিদর্শন করেছি। আমাদের  সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি  আসছে  ঈদুল ফিতরের  পরের দিন  কুলাউড়ার    উক্ত অনুষ্ঠানে আমাদের নেতা-কর্মীসহ সর্বস্থরের মানুষের সাথে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান ঈদের কুশল বিনিময় করবেন (ইনশাআল্লাহ)। উক্ত অনুষ্ঠানে তিনি যথা সময়ে সকলের উপস্থিত ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com