কুলাউড়ায় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আজিজ গ্রেপ্তার

December 19, 2024,

এস আর অনি চৌধুরী : মৌলভীবাজারের কুলাউড়ায় একাধিক অভিযোগে অভিযুক্ত কৃষক লীগ নেতা আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাতে হাজীপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজিজ হাজীপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওদুদ বক্সের একান্ত সহযোগী।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার রাতে হাজীপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আজিজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে।

সুজন তালুকদার আরও বলেন, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওদুদ বক্স পলাতক হওয়ার পরও বর্তমান প্যানেল চেয়ারম্যানের সাথে তাল মিলিয়ে মনু প্রকল্পে নিয়োজিত বালুর ট্রাক আটকিয়ে চাঁদাবাজি, পরিষদে গ্রাহকদের অর্থের বিনিময়ে জন্মসনদ ও নাগরিকত্ব পাইয়ে দেওয়াসহ থানায় একাধিক অভিযোগ রয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com