কুলাউড়ায় গ্রামপুলিশদের প্যারেড অনুষ্ঠানে যে বার্তা দিলেন অ্যাডিশনাল এসপি-ওসি

November 17, 2024,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় গ্রামপুলিশের সাপ্তাহিক প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ নভেম্বর দুপুরে থানা চত্বরে এ প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামগঞ্জে আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ ও সন্তোষজনক রাখতে পুলিশের পাশাপাশি গ্রামপুলিশদেরও ভূমিকা রয়েছে। যেকোনো অপরাধ দমনে গ্রামপুলিশের সদস্যরা থানাপুলিশকে তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করে থাকে। তিনি গ্রামপুলিশদের গ্রামগঞ্জে তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

প্যারেডে উপজেলার ১৩ ইউনিয়নের সকল দফাদার ও চৌকিদাররা উপস্থিত ছিলেন। এ সময় ওসি গোলাম আপছার থানা এলাকায় সংঘটিত চুরি, ডাকাতি, আত্মহত্যা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত, বাল্যবিবাহ এবং ইভটিজিং বন্ধ করতে তাদের সহযোগিতা কামনা করেন। গ্রামপুলিশরাও এ বিষয়ে থানাপুলিশকে সার্বক্ষণিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com