কুলাউড়ায় চড় মারার প্রতিশোধ নিতে জাবেলকে হত্যা, গ্রেপ্তার ৪

March 2, 2025,

এস আর অনি চৌধুরী : কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে চোরাকারবারিদের পূর্ব বিরোধের জেরে জাবেল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার ১ মার্চ সন্ধ্যায় ওই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ সময় ৩ জন গুরুতর আহন হন। এ ঘটনায় জাবেলের পিতা রহমত আলী ১২ জনের নাম উল্লেখ করে রবিবার দুপুরে থানায় মামলা করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন হামলাকারী ওই এলাকার সুমন মিয়া, আতিক মিয়া, আশাইদ মিয়া ও রকিব আলী।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি জাবেল নিশ্চিন্তপুরের সুমন মিয়াকে তুচ্ছ ঘটনার কথাকাটাকাটির একপর্যায়ে চড় মারেন। ওই বিষয়কে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় এলাকায় সালিশ বৈঠক হয়। জাবেলসহ অন্যরা ওই বৈঠকে নিশ্চিন্তপুর এলাকায় গেলে আগে থেকে ওৎপেতে থাকা সুমন মিয়ার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় কুড়ালের আঘাতে ঘটনাস্থলে জাবেল মারা যান এবং ৩ জন গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, থানার ওসি মো. গোলাম আপছার, এসআই সুজন তালুকদারসহ পুলিশ সদস্যরা। পরে অভিযান চালিয়ে সুমনসহ ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, হামলার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com