কুলাউড়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
মাহফুজ শাকিল : কুলাউড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারি বিকেলে উপজেলা ছাত্রদলের আয়োজনে শহরের এনসি স্কুল খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর আগে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীর প্রধান আকর্ষণ ছিল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিকী হিসেবে এক কিশোরীকে গোলাপী কালারের শাড়ি পড়িয়ে সাজানো হয়।
র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কুলাউড়া স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানার নেতৃত্বে র্যালীতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এড. আবেদ রাজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সহ-সভাপতি আজিজুর রহমান মনির, সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী ও বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, আব্দুল মুক্তাদির মুক্তার ও দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ, পৌর বিএনপি নেতা ফয়জুর রহমান গোলাপ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমদ, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম রাজু, জেলা ছাত্রদল নেতা নওয়াব আলী হাসিব খান, ছাত্রদল নেতা মুহিত আলম মুহিত, আব্দুল বাছিত, জাকারিয়া আলম মিতুলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এরপর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায়। এতদিন স্বৈরাচার হাসিনা সরকার ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। আজ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।
মন্তব্য করুন