কুলাউড়ায় জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কায়ছল ইসলামকে সংবর্ধনা
মাহফুজ শাকিল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী কায়ছল ইসলামের স্বদেশ আগমণ উপলক্ষে এক সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর রাতে কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে জিসাস কুলাউড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা জিসাসের আহবায়ক আলী আহসান সোহেলের সভাপতিত্বে ও সদস্য শুভাশীষ দেব সায়নের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা।
প্রধান বক্তা ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী কায়ছল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক মডেল শিমু আক্তার লিজা, দপ্তর সম্পাদক এম. সায়েম উদ্দিন সিয়াম, মৌলভীবাজার জেলা জিসাসের আহবায়ক দেলোয়ার হোসেন তরফদার, সদস্য সচিব এড. বিল্লাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার মহি উদ্দিন রিয়াদ, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল খাঁন, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক।
অনুষ্ঠানের শুরুতে জিসাসের কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলনার ইভাসহ সকল অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবশেষে সংবর্ধিত ব্যক্তি জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী কায়ছল ইসলামকে কুলাউড়া উপজেলা জিসাস ও ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় ছাত্রদল ও জিসাসের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন