কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে জরিমানা

December 28, 2024,

এস আর অনি চৌধুরী : মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বিকেলে পৌর শহরস্থ দক্ষিণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

তিনি জানান, দক্ষিণ বাজারে অবস্থিত পলিথিন মজুত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে তাকে থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com