কুলাউড়ায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন

December 19, 2024,

মাহফুজ শাকিল/এস আর অনি চৌধুরী : মৌলভীবাজারের কুলাউড়ায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকালে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাকিচার এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষিতে বিপ্লব ও স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে সকলকে আহবান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিন চৌধুরী প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ব্লক প্রদর্শনীর ৫০ একর জমিতে সমলয় কার্যক্রম শুরু করে ট্রেতে চারা তৈরি করা হয়েছে। বর্তমানে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করা হবে এবং পরবর্তীতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com