কুলাউড়ায় ব্যক্তিগত উদ্যোগে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার

October 31, 2024,

মাহফুজ শাকিল : মৌলভীবাজারের কুলাউড়া-নবাবগঞ্জ এলজিইডি সড়ক দিয়ে কাদিপুর ও ভূকশিমইল ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপজেলা কিংবা জেলা শহরে আসা-যাওয়া করেন। পাশাপাশি শত শত যানবাহনও চলাচল করে। জনগুরুত্বপূর্ণ এই সড়কের দুইপাশে ঝোপ-ঝাড় জন্মেছে। দীর্ঘদিন ঝোপ-ঝাড়গুলো পরিষ্কার করা হয়নি। ফলে সড়কের দুইপাশ কিছুটা সঙ্কুচিত হয়ে পড়ে। যার কারণে এই সড়কে বড় যানবাহন চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হতো চালকদের। পাশাপাশি পথচারীরাও পড়তেন বিপাকে। এ কারণে মাঝে-মধ্যে দুর্ঘটনাও ঘটতো।

সম্প্রতি এলজিইডি’র ওই সড়কের কাদিপুর ইউনিয়নের মনসুর থেকে ছকাপন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় ঝোপঝাড় ব্যক্তিগত উদ্যোগে পরিষ্কার করার উদ্যোগ নেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, উপজেলা যুবদলের আহবায়ক ও কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মুহিত বাবলু। এ উদ্যোগ বাস্তবায়নে গত মঙ্গলবার সকাল থেকে সড়কের দুইপাশের ঝোপ-ঝাড় পরিষ্কার কার্যক্রম শুরু করেন আব্দুল মুহিত বাবলুসহ তার লোকজন। সরকারি কোনো সহযোগিতা ছাড়াই বাবলু নিজের শ্রম, অর্থ ও ১৫ জন শ্রমিক লাগিয়ে কাজটি শেষ করেন।

সরেজমিনে দেখা যায়, ওই সড়কের দুইপাশে গজিয়ে ওঠা ঝোপ-ঝাড়গুলো আব্দুল মুহিত বাবলুসহ কয়েকজন শ্রমিক মিলে দা দিয়ে কেটে পরিষ্কার করছিলেন। বুধবার বিকেলে কাদিপুর ইউনিয়নের মনসুর ও ছকাপন বাজার এলাকায় এ দৃশ্য দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা মো. মছব্বির আলী, জাহেদ রহমান, মহি উদ্দিন রিপন বলেন, সমাজসেবক আব্দুল মুহিত বাবলুর উদ্যোগে জনস্বার্থে যে কাজটি করা হয়েছে সেটি খুবই প্রশংসনীয়। ওই পাকা সড়কটিতে টার্নিং বেশি থাকায় ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করত। ঝোপঝাড়ের কারণে টার্নিংয়ের সামনে কি আছে দেখা যেত না। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটত। এখন রাস্তা বড়ো হয়েছে। ঝোপ পরিষ্কার করায় টার্নিংয়ের সামনের সব দেখা যাচ্ছে।’

সড়কের ঝোপঝাড় পরিস্কার কার্যক্রমের উদ্যোক্তা আব্দুল মুহিত বাবলু বলেন, এলাকার সৌন্দর্য্য ও মানুষের চলাচলের সুবিধার্থে জনস্বার্থে এই কাজটি করা হয়েছে। আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করায় রাস্তা বড়ো হয়েছে। সবাই সহযোগিতা করছেন।  আগামীতে ইউনিয়নের বাকি রাস্তাগুলোর ঝোপঝাড় পরিস্কার করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com