কুলাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ নারী আটক
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্র্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার।
বৃহস্পতিবার ৭ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি রেইডিংপার্টি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ রুজিনা বেগম (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর সদস্যরা। এসময় রুজিনা বেগমের ঘর থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সদস্যরা। এসময় মাদক কারবারি জালাল পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত রুজিনা বেগম ও পলাতক জালাল এর বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান।
মন্তব্য করুন