কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ে পানিতে, প্রা ণ গেলো চালকের
কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়ায় নি য় ন্ত্র ণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ডোবার পানিতে ডু বে চালক দুলাল মিয়া (২৫) নি হ ত হয়েছেন।
বুধবার ১৮ ডিসেম্বর রাত ১০টার দিকে আছুরিঘাট এলাকায় ঘ ট না টি ঘ টে। এ সময় তার সঙ্গে থাকা রুবেল মিয়া নামে একজন আ হ ত হন। নি হ ত দুলাল উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর গ্রামের মরহুম শফিক মিয়ার ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে জুড়ী থেকে মোটরসাইকেলযোগে কুলাউড়ায় ফিরছিলেন দুলাল ও রুবেল। পথে আছুরিঘাট এলাকায় হ ঠা ৎ করেই দুলাল নি য় ন্ত্র ণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ডোবার পানিতে পড়ে যান। এ সময় দুলালের সঙ্গে থাকা রুবেল কোনোরকমভাবে পানি থেকে উঠতে পারলেও দুলাল পানিতে ডু বে মা রা যান। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উ দ্ধা র করে করে হাসপাতালে নিলে চিকিৎসক দুলালকে মৃ ত ঘো ষ ণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবনাথ ভট্টাচার্য বলেন, দুলাল ঘটনাস্থলেই পানিতে ডু বে মা রা গেছেন। আ হ ত রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন আমু বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে দুলালের লা শ ম য় না ত দ ন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন