কুলাউড়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে এক্সকেভেটর চালক চম্পট, অবশেষে কৃষি জমির মাটি কাটার দায়ে জ রি মা না

January 2, 2025,

এস আর অনি চৌধুরী: কুলাউড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে হুমায়ুন নামের এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আ’দা’ল’ত।

বৃহস্পতিবার ২ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা এলাকায় অ’ভি’যা’ন চালিয়ে এ জ রি মা না করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অ’ভি’যা’ন’কা’লে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে মাটি ফেলে এক্সকেভেটর চালক পালাতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের এক সদস্য দৌড়ে তাকে ধরে ফেলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকায় রাষ্ট্রীয় কাজ শেষে অফিসে ফিরছিলেন। সন্ধ্যার দিকে হাজীপুরের কটারকোনা এলাকায় পৌঁছার পর একটি ফসলি জমিতে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি লক্ষ্য করা যায়। পরে সেখানে গেলে গাড়ি দেখে এক্সকেভেটর চালক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধ রে ফে লা হয়। পরবর্তীতে তার মালিক হুমায়ুন ঘ’ট’না’স্থ’লে এসে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জ রি মা না পরিশোধ করেন।

তিনি আরও জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে বালু বা মাটি তোলা যাবে না। সরকারি আইন যারা অমান্য করবে তাদের বি রু দ্ধে এ অ’ভি’যা’ন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com