কুলাউড়ায় রফিকস্ এর দুই বছর পূর্তি উদযাপন

January 20, 2025,

এইচ.ডি রুবেল : কুলাউড়ায় ইংলিশ স্পিকিং সেন্টার রফিকস্ এর দুই বছর পূর্তি  উদযাপন ও শিক্ষার্থীদের  সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 সোমবার ২০ জানুয়ারি রফিকস্ ইংলিশ স্পিকিং সেন্টারের ফাউন্ডার ও সিইও মো. রফিক সুমনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, হযরত শাহ খাকি (রহঃ) মাদ্রাসার প্রিন্সিপাল এম ইয়াকুব আলী, কুলাউড়া রেলওয়ে  স্টেশন মাস্টার মো. রোমান আহমদ, সাংবাদিক আলাউদ্দিন কবির,

 নাজমুল বারি সোহেল ও আশরাফ আলী,   ইকরা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মো.সুলায়মান, জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী বেগম, শাহজালাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঝুমা রানী নাথ, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রুহুল আমিন, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহিন আলম, ব্যবসায়ি রউফুর রাজা, সৈয়দ শামসুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন রফিক’স এর শিক্ষক আলমগীর হোসেন, জাহিদুল  ইসলাম, সাইফুর’স কুলাউড়ার মোঃ ইব্রাহিম, রফিক’স এর সাবেক শিক্ষার্থী ডেনমার্ক প্রবাসী রাকিব হোসেন রাতুল, শিক্ষার্থী  ফাতেহা জান্নাত মাহা, সাকিম সাইফ ও ফাতেহা জান্নাত বর্ষা প্রমুখ।

পরে রফিক’স এর দুই বছর পূর্তি উপলক্ষে সেন্টারের ফাউন্ডার ও সিইও মো. রফিক সুমন শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com